ঐ দেখা যায় ঈশানকোনে
কালো মেঘের ছায়া
কুনোব্যাঙের মুখটি দেখে
লাগে বড় মায়া।
ঝিরিঝিরি বইছে বাতাস
সন্ধ্যাবেলা থেকে
ওড়ে চলা মেঘগুলো ঐ
চাঁদকে দিল ঢেকে।
গগণজুড়ে নেই তো এখন
লক্ষ তারার মেলা
ধূসরকালো মেঘেরা আজ
করছে সেথায় খেলা।
মাঝে মাঝে বিজলি এসে
দেয় ধরাতে আলো
একটু পরে আকাশ আবার
হয় যে আঁধার-কালো।
এমন ক্ষণে অঝোর ধারায়
আসে হঠাৎ বৃষ্টি
হৃদয়টাকে সিক্ত করে
প্রভুর সকল সৃষ্টি।
0 মন্তব্যসমূহ