শত হাজার লক্ষ টাকা
তুলোর মত উড়ছে
নির্বাচনের তাপে আজ
আমজনতা পুড়ছে।
লাগলে টাকা দেব আরো
ভোটটা শুধু দেয়া চাই
প্রার্থীগুলোও হয়ে গেছে
জনগণের আপন ভাই!
তুলোর মত উড়ছে
নির্বাচনের তাপে আজ
আমজনতা পুড়ছে।
লাগলে টাকা দেব আরো
ভোটটা শুধু দেয়া চাই
প্রার্থীগুলোও হয়ে গেছে
জনগণের আপন ভাই!
প্রতিশ্রুতির জোয়ারে আজ
ভোটাররা যে ভাসছে
চেয়ারম্যানের চামচাগুলো
মনের সুখে হাসছে।
মার্কা নিয়ে প্রার্থী সকল
বাড়ি বাড়ি যাচ্ছে
ভোটারগণের হাতে ধরে
ভোট ভিক্ষা চাচ্ছে।
জিততে সবাই চায় যে শুধু
হারতে যে কেউ চায় না
ভোটটা চলে গেলে কেন
ওদের দেখা যায় না?
0 মন্তব্যসমূহ