প্রেমানুকাব্য


চাই তোমাকে চাই
বুকের ভিতর তোমার ছবি
শুধুই এঁকে যাই।

বন্ধু তুমি কই
রাত দুপুরে তোমার আশায়
পথ চেয়ে রই।

তোমায় খুঁজে যাই
হৃদয়মাঝে অনুভবে
তোমায় শুধু পাই।

তোমায় ভালোবাসি
কষ্টে তোমার কাঁদি আমি
সুখে তোমার হাসি।

তুমিই আমার প্রেম
বুকের খাতায় লেখা আছে
শুধুই তোমার ‘নেম’।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ