তোমার চোখে অশ্রুর ফোয়ারা দেখে
আমার বুকে জমে থাকা মেঘগুলো
এই বর্ষায়ও ঝরাচ্ছে না কাঙ্খিত বর্ষণ!
সূর্য বলল তোমার বুকে জ্বলতে থাকা
ভয়ানক অনির্বাণ শিখা দেখে
আমি হয়ে গেছি পুরোপুরি নিরুত্তাপ
নীলাকাশে উঁকি দিতেও তাই পাচ্ছি ভয়!
সমুদ্র বলল তোমার হৃদয়ে খেলতে থাকা
বিক্ষুদ্ধ তরঙ্গমালার উন্মোত্ততা দেখে
আমার উত্তাল জলরাশি আশ্চর্যরকমের শান্ত
আর উচ্ছ্বাসে মেতে থাকা প্রাণীরাও নিথর!
অরণ্য বলল তোমার মনের নিস্তব্দতা দেখে
বিস্তীর্ণ বনভূমিতেও আজ শ্মশানের নীরবতা
থেমে গেছে বনরাজের হুংকার, ব্যঘ্র গর্জন
কিংবা পাখ-পাখালির কিচির মিচির আওয়াজ!
আকাশ তো জানবে না এই হৃদয়ের ব্যকুলতা
সূর্য তো খুঁজবে না বুকের ধূমায়িত অগ্নিস্ফুলিঙ্গ
সমুদ্র তো দেখবে না মনের রক্তাক্ত ঝর্নাধারা
অরণ্য তো বুঝবে না আমার কষ্টাচ্ছন্ন অভিমান।
0 মন্তব্যসমূহ