জীবন যখন থমকে দাঁড়ায়




জীবন যখন থমকে দাঁড়ায়
একটু ভুলের জন্য
অবহেলায় জীবনটাকে
করো না কেউ বন্য।

জীবন নয় কাঁচের পুতুল
হঠাৎ ভেঙে যাবে
জীবন খোঁজো জীবনমাঝে
সঠিক জীবন পাবে।

জীবনটা নয় সস্তা অতি
জীবন অনেক দামি
জীবন নিয়ে খেলো না কেউ
করো না পাগলামি।

বিষন্নতায় কাটে যদি
এই জীবনের বেলা
মন-দরিয়ায় ভাসিয়ে রেখো
স্বপ্ন-আশার ভেলা।

দুঃসময়ে শক্ত হাতে
ধরতে হবে হাল
তা না হলে ছিঁড়ে যাবে
জীবনতরির পাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ